রাজশাহীর বাঘা পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশাল শোডাউন করেছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুন হোসেন।
মঙ্গলবার (০৮-১১-২০২২) বিকেলে বাঘা বাজার থেকে প্রায় দুই শতাধিক মোটর সাইকেলে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে গিয়ে শেষ করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে তার সমর্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন, বাঘা বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মুনসাদ আলী প্রমুখ। এর আগে সমর্থিত লোকজন নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন মামুন হোসেন।
মামুন হোসেন জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। শো ডাউনের মাধ্যমে জানান দিলাম আমি মেয়র পদে একজন মনোনয়ন প্রত্যাশি।
বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার জানান,নির্বাচন কেন্দ্র করে আগামীকাল বুধবার পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় প্রার্থীতা নিয়ে আলোচনা হবে।
উল্লখ্য, সোমবার বাঘা পৌরসভার নির্বাচনে তফশিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। পৌরসভায় ৩১ হাজার ৬৩৬ ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।