২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৯:১৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
নেপালে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
নেপালে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই

গতকাল রবিবার সকালে বিমানটি নিখোঁজ বলে প্রথমে জানানো হয়। পরে মাস্তাং উপত্যকার কাছে বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। বিমানে চার ভারতীয় ছিলেন।


নেপালের পোখরা থেকে বিমানে কাঠমান্ডু যাওয়া পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয়। টার্বো ইঞ্জিনের ছোট ছোট বিমান হিমালয়ের মাঝখান দিয়ে উড়ে যায়। রবিবার তেমনই ২২জন পর্যটক নিয়ে সকাল ৯টা ৫৫ নাগাদ পোখরা থেকে রওনা হয় তারা এয়ারের একটি বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এটিএস জানায় বিমানটির সঙ্গে আর যোগায়োগ করা যাচ্ছে না। এরপর দীর্ঘ সময় ধরে চলে অনুসন্ধান। বিকেলের দিকে জানা যায় বিমানটি ক্র্যাশ করেছে।


মাস্তাং উপত্যকার কাছে একটি গ্রামের ধারে বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন দেখা যায়। সময় নষ্ট না করে প্রশাসন সেনাবাহিনীর হাতে উদ্ধারকাজের দায়িত্ব তুলে দেয়। সেনা একাধিক হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য একটিও হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। শেষপর্যন্ত রবিবার উদ্ধারকাজ স্থগিত করতে হয়। আজ সোমবার সকাল থেকে ফের হেলিকপ্টার অপারেশন শুরু করেছে।


উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই অঞ্চলে তীব্র তুষ্রপাত হচ্ছে, সে কারণেই রবিবার নামা সম্ভব হয়নি।


বিমানটিতে চার ভারতীয়, দুই জার্মান এবং ১৩ জন নেপালের পর্যটক ছিলেন। এছাড়াও ছিল বিমানের কর্মী ও পাইলটরা। সকলেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


গত ১৩ বছরে এই নিয়ে তৃতীয় তারা এয়ারের ফ্লাইট ভেঙে পড়ল। ওই বিমানগুলি কতটা সুরক্ষিত, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে যে চার ভারতীয় ওই বিমানে ছিলেন, তারা সকলেই মুম্বইয়ের বলে জানা গেছে। তারা একই পরিবারের সদস্য।

শেয়ার করুন