২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:২৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন আজ জামিন পেলেন সাবেক এমপি আরজু
পবায় অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভূত
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
পবায় অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভূত

রাজশাহীর পবার বায়াবাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ঘরের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে তিন দোকানের প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি ব্যবসায়ীরা জানান।

জানা গেছে, শুক্রবার ভোরে ফজল পানস্টোর ও কসমেটিকস এবং শাওন ফল ভান্ডার আগুনে পুড়তে থাকে। শাওন ফল ভান্ডারের মালিককে ফোন দেওয়া হয়।

মালিকের ছেলে আসার পরে নওহাটা ফায়ার স্টেশনে জানান। ফায়ার সার্ভিসেস কর্মীরা আসার আগেই ফজল পানস্টোর ও কসমেটিকস এবং শাওন ফল ভান্ডারের সমস্ত মালামাল আগুনে পুড়ে যায়।

এছাড়াও পাশের দোকান মাইনুল কনফেকশনারীতেও আগুন ধরে যায়। মাইনুল কনফেকশনারীর বাইরে থাকা ফ্রিজে আগুন লাগতেই ফায়ার সার্ভিসেস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফজল পানস্টোর ও কসমেটিকস মালিক ফজল জানান, প্রায় সাড়ে তিন লাখ টাকার দোকানে থাকা বিভিন্ন ব্যান্ডের সিগারেট, পান, বিস্কুট, গ্যাস লাইট, নানা ধরণের কসমেটিকস সামগ্রী, খাবার সামগ্রী একবারে পুড়ে গেছে।

ফলভান্ডারের মালিক আলিম উদ্দিন জানান, তার দোকানে থাকা প্রায় একলাখ টাকার ফল ও খাবার সামগ্রী পুড়ে গেছে।

মাইনুল কনফেকশনারির মালিক মাইনুল জানান, অল্পের জন্য বেঁচে গেছি। কোকা-কোলা কোম্পানীর দেওয়া একটি বড় ফ্রিজ পুড়ে গেছে। যার দাম প্রায় ৮০ হাজার টাকা।

নওহাটা ফায়ার স্টেশনের সাব-ইনচার্জ আনিসুর রহমান জানান, আগুনে দু’টি দোকান পুরো এবং কনফেকশনারির ফ্রিজ পুড়ে গেছে।

শেয়ার করুন