২৭ মার্চ ২০২৩, সোমবার, ০৭:৩৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
বাবাকে শাবল দিয়ে পিটিয়ে মারল ছেলে
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
বাবাকে শাবল দিয়ে পিটিয়ে মারল ছেলে

মৌলভীবাজারের কমলগঞ্জে শাবল দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার খবর পাওয়া গেছে। রোববার রাত ১২টায় আদমপুর ইউনিয়নের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর (৫৮) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে জহিরুল ইসলাম (২৮) পলাতক রয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাতে বাবা আব্দুল গফুর ও মা হাসতন নেছার (৪৫) সঙ্গে ছেলে জহিরুল ইসলামের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ছেলে জহিরুল ইসলাম ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরে আঘাত করে। 

এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে জহিরুল পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। 

আহতদের মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আব্দুল গফুরের মৃত্যু হয়। আহত মা হাসতন নেছার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন