২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:১৪:২১ অপরাহ্ন
পুঠিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
পুঠিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩৮ ও ৫১ ধারায় ৩টি প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সেলিম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে উপজেলার বানেশ্বর বাজারের ৩টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, এই অভিযানে শ্যামা ফার্মেসীকে ৩ হাজার ও দাস মেডিকোকে ৫ হাজার করে  দুটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার এবং আশরাফুল ট্রেডার্সকে চিনি মজুদ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুঠিয়া উপজেলা সেনেটারী ইন্সেপ্টেক্টর হাফিজসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপ পরিচালক সেলিম বলেন, চিনি এবং তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ হয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বানেশ্বরে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড ও বাজার মনিটরিং করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন