২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪২:২৬ অপরাহ্ন
মোহনপুরে প্রকাশ্যে হেরোইন সেবনের দায়ে যুবকের জেল
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২২
মোহনপুরে প্রকাশ্যে হেরোইন সেবনের দায়ে যুবকের জেল

রাজশাহীর মোহনপুর প্রকাশ্যে যুবকের হেরোইন সেবন করায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোহনপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় । গ্রেপ্তারকৃত যুবক মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে রনি আহমেদ(২০)।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, রনিকে হেরোইন সেবনের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড রায় ঘোষণার করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন