রাজশাহীর বাঘায় আড়ানী পৌর বাজারে অভিযান চালিয়ে ৩ জন ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী তাদের জরিমানা করেন।
জরিমানা করা হয়েছে-আড়ানী পৌর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডারের ৬ হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দিলিপ ফল ভান্ডারের ৫ হাজার টাকা।
রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ২০০৯ এর ধারায় অপরিস্কার ও পণ্যের উৎপাদনের মেয়াদ না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। বাঘা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুল হান্নান তার সাথে ছিলেন।