২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:২৯:১৬ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১৩১ জনই। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে।


মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৪ হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।


এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন আরও ১৬৯ জন। এ নিয়ে দেশে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২ হাজার ৭৬০ জনে।


২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন