২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২১:৩২ পূর্বাহ্ন
এবার নতুন ভাইরাস জ্বর ইরাকে
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
এবার নতুন ভাইরাস জ্বর ইরাকে

নতুন এক ভাইরাস জ্বরের আতঙ্কে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। লক্ষণ হিসাবে পাওয়া গেছে-নাক দিয়ে রক্তপাত, জ্বর এবং বমি। এর ফলে হতে পারে রোগীর মৃত্যুও। মাকড়বাহিত ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়ছে ইরাকের গ্রামাঞ্চলে। ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার নামের

রোগটিতে মৃত্যুর হার ১০ থেকে ৪০ শতাংশ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ বছর এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ১১১। মৃতের সংখ্যা ১৯। আক্রান্তদের অধিকাংশই দক্ষিণ ইরাকের বাসিন্দা। এ রোগের কোনো প্রতিষেধক নেই।

এক ধরনের মাকড় থেকে ভাইরাসটি গবাদিপশু এবং এরপর মানুষের মধ্যে ছড়ায়। মানুষ থেকে মানুষে ছড়াতে পারে রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে। রয়টার্স।

শেয়ার করুন