১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩৮:৫৮ অপরাহ্ন
নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান

নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি ক্যাডেটদের প্রতি এ আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ক্যাডেট কলেজ ক্যাডেটদের জন্য একটা বড় সুযোগ। এখানে সবাই সুযোগ পায় না, তোমরা সেই সুযোগ পেয়েছ। সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এ সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। কেননা এটা জীবনের মূল এবং গুরুত্বপূর্ণ সময়। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নেবে। কাজেই তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শুক্রবার সকালে ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী। এ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তাঁর বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণাও করেন।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে গাছের চারা রোপন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ চত্বরে 

সকাল ১০টায় সেনাপ্রধান ক্যাডেট কলেজে পৌঁছান। এরপর তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি সেনাবাহিনীর জিপে ক্যাডেটদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এরপর দুপুর ১২টার দিকে তিনি কলেজ চত্বরে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অব.) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এম রাকিব ইবনে রেজওয়ান এবং প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেনাপ্রধান সম্মাননা গ্রহণের পর কেক কাটেন। অনুষ্ঠানে ২ হাজার ১০০ প্রাক্তন ক্যাডেট অংশ নেন। ২৬ জানুয়ারি শুরু হওয়া এ  অনুষ্ঠান ২৮ জানুয়ারি শেষ হবে।

শেয়ার করুন