০২ এপ্রিল ২০২৩, রবিবার, ০৮:৪৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি আরজু চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাস্তার পাশে বসেই জনসভার ভাষণ শুনছেন নেতাকর্মীরা
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৩
রাস্তার পাশে বসেই জনসভার ভাষণ শুনছেন নেতাকর্মীরা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয়েছে। তবে ১১ টার মধ্যে ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার নেতাকর্মী জনসভার মাঠের পার্শ্ববর্তী শাহমখদুম ঈদগাহ মাঠে ও রাস্তার পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ী দোকানের বেঞ্চে বসে ভাষণ শুনছেন।

জনসভার সময় দুপুর দুইটা দেওয়া হলেও শেখ হাসিনা জনসভায় এখনো না আসায় কেন্দ্রীয় নেতা ভাষন দিচ্ছেন।

ঈশ্বরদি থেকে আগত সুরত আলী জানান, সকাল ৭ টায় এসেছি জনসভার মাঠে ঢুকে বের হয়ে আর ঢুকতে পারিনি। মাঠ পরিপূর্ণ হয়ে গেছে তাই বাইরে থেকেই ভাষণ শুনব বলে জানান।

নাটোর থেকে আসা আজমল জানান, কোন উপায় নেই মাঠ ভরপুর তাই বাইরে রাস্তায় বসে বক্তব্য শোনব বলে জানান।

চারঘাট থেকে আসা সজীব জানান, আমাদের আসতে দেরী হওয়ার জনসভার মাঠে প্রবেশ করতে পারিনি তাই বাইরে বসেই কথা শুনছি বলে জানান।

শেয়ার করুন