৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৬:৪১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৩
রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

মারা যাওয়া যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী।

যারা ছুরিকাঘাত করেছে তারা হলেন, আকাশ(১৯) নাসিম ও শুভ। সকলের বয়স ২০-২২ এর মধ্যে। এর মধ্যে নাসিম ছুরির আঘাত করেছে বিদ্যুৎকে। নাসিমের বাসা বারো রাস্তার মোড়ে।

এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে প্রথমে মারধর করে। পরে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।

শেয়ার করুন