দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে আজই ধারণা পাওয়া যাবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় সভায় আজ রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় দলের বৈঠক হচ্ছে।
জানা গেছে, রাষ্ট্রপতি পদে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তিনি জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন। তার সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত তিনি।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানের নামও শোনা যাচ্ছে এ পদে। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও আলোচনায় আছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রভাবশালী একজন সদস্য বলেন, রাষ্ট্রপতি পদে কাকে দলীয় সমর্থন দেওয়া হবে, এ নিয়ে দলের ফোরামে এখনো আলোচনা হয়নি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের নাম শোনা গেলেও এর কোনো ভিত্তি নেই। সংসদীয় দলের বৈঠকেই তা চূড়ান্ত করা হবে। তাকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি চরম দুঃসময়ে আওয়ামী লীগ সভাপতি ও দলের প্রতি আনুগত্য দেখাবেন।
আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা।