২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩২:০০ অপরাহ্ন
দাগনভূঞায় দরবেশেরহাট পাবলিক কলেজ এবারও ফলাফলে সেরা
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৩
দাগনভূঞায় দরবেশেরহাট পাবলিক কলেজ এবারও ফলাফলে সেরা

দাগনভূঞার উত্তর জনপদের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠা দরবেশেরহাট পাবলিক কলেজ বিগত ৮ বছর ধরে জেলা ও উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করে সর্বমহলে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।

কলেজটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়, ২০১৫ সালে বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল দিয়ে যাত্রা শুরু করে। এপর্যন্ত প্রতিবছর অভাবনীয় ফলাফলে ফেনী জেলা পর্যায়ে চারবার ১ম ও দুইবার ২য় স্থান অধিকার করেছে।

২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০ জন জিপিএ-৫সহ শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। ২০২০ সালেও শতভাগ ফলাফল অর্জন করেছে।

দরবেশের হাট পাবলিক কলেজ কর্তৃপক্ষ যুগান্তরকে জানান, ২০১২ নালে প্রতিষ্ঠিত হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১৫ সনে ৬২.০৬, ২০১৬ সালে ৮৬.৪৯, ২০১৭ সালে ৬৮.৯০, ২০১৮ সালে ৬৩.১৬, ২০১৯ সালে ৯৮.১১, ২০২০ সালে শতভাগ, ২০২১ সালে ৯৯.১৭ শতাংশ ও ২০২২ সালে শতভাগ সাফল্য অর্জন করেছে।

কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি যুগান্তরকে জানান, অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত দরবেশেরহাট পাবলিক কলেজে ভাল ফলাফল অভিভাবক, এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টার ফসল।

ধূমপানমুক্ত, মোবাইলমুক্ত, শালিন ও স্বকীয় পোষাক পরিধান, শিক্ষকমণ্ডলীর হোম ভিজিট, পাঠ পর্যালোচনা, সহপাঠক্রমিক কার্যাবলী, শিক্ষার্থীদের অনুপ্রেরনামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে এ ফলাফলের ধারা অব্যাহত রাখা হয়েছে।  

দরবেশেরহাট পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজু যুগান্তরকে জানান, অবহেলিত প্রত্যন্ত এজনপদে শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে ২০১২ সালে স্থানীয় সুজাতপুর হাই স্কুলের অব্যবহৃত জরাজীর্ন ভবনকে মেরামত করে দরবেশেরহাট পাবলিক কলেজ প্রতিষ্ঠা করেছি।

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে 'আমরা মেধা খুঁজি না, মেধা সৃষ্টি করি' এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে পথ চলা শুরু করেছি। মহান আল্লাহর রহমতে এলাকাবাসী, অভিভাবক, নিবেদিত মেধাবী শিক্ষকমণ্ডলীর শ্রমঘামে ফেনী জেলা তথা কুমিল্লা শিক্ষা বোর্ডে ভালো কলেজ হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

কলেজটির জন্য জমি ক্রয় করে নিজস্ব বহুতল ভবনে অতি স্বল্প সময়ে বর্তমানে শ্রেণি কার্যক্রম চলছে।

শেয়ার করুন