২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২০:২৬ অপরাহ্ন
পাকিস্তানে বিস্ফোরণে ৫ সেনা হতাহত
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৩
পাকিস্তানে বিস্ফোরণে ৫ সেনা হতাহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ সেনা হতাহত হয়েছেন। এর মধ্যে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা ফ্রন্টিয়ার কর্পসের সদস্য। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা  হয়েছে— কোহলু জেলার কাহান এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সেনাদের গাড়ি লক্ষ করে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে দুজন নিহত এবং তিনজন আহত হন। শুক্রবার থেকে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বাইজেনজো এবং স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ম্যানগোভ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে আমাদের কষ্টার্জিত শান্তি ও নিরাপত্তা নস্যাৎ করা যাবে না।  

শেয়ার করুন