২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:২৮:৩৯ অপরাহ্ন
বাঘায় দুই কেজি ওজনের লাউ ৭ টাকা, মুরগির কেজি ২৪০ টাকা
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৩
বাঘায় দুই কেজি ওজনের লাউ ৭ টাকা, মুরগির কেজি ২৪০ টাকা

রাজশাহীর বাঘায় একটি লাউ ৭ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গোচর গ্রামের মোড়ে এক থেকে দেড় কেজি ওজনের একটি লাউ ৭-৯ টাকায় বিক্রি করা হয়। এছাড়া
১২০ টাকা প্রতিকেজি মুরগি তিন মাসের ব্যবধানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার বিকালে লাউ ও ব্রয়লার মুরগি বিক্রি করতে দেখা যায়। আড়ানী হাইস্কুলের গেটের সামনে খুরচা ব্রয়লার মুরগি বিক্রেতা রাকিবুল ইসলাম বলেন, ব্রয়লার মুরগি মাস তিনেক আগে প্রতিকেজি ১২০ টাকায় বিক্রি হয়েছে। ওই মুরগি শুক্রবার (১০ মার্চ) প্রতিকেজি ২৪০ টাকায় বিক্রি করছি।

ফার্মে দাম বেশি, তাই বেশি দামে কিনতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। এদিকে আড়ানী গোচর গ্রামের মোড়ে লাউ ক্রেতা আলাল উদ্দিন বলেন, ফেব্রুয়ারি
মাসের প্রথম দিকে একটি লাউ ৩০-৩৫ টাকায় কিনতে হয়েছে। চাহিদা কমে যাওয়া শুক্রবার একই লাউ ৭-৯ টাকায় ক্রয় করছি। গোচর গ্রামের লাউ চাষি হাফিজুল ইসলাম বলেন, হটাৎ করে কয়েক দিন থেকে দাম কমে গেছে। ইচ্ছা থাকার পরও বেশি দামে বিক্রি করতে পারছিনা। কিনার লোক না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবগত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী সম্বনয় সভায় উপস্থাপনা করবো। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এলাকায় প্রচুর পরিমানে লাউ
চাষ হয়েছে। তাই দাম কিছুটা কমে গেছে।

শেয়ার করুন