ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ইবাদতের মাস পবিত্র মাহে রমজান। এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ), ২৯(ঙ) ও ২৯(চ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে আতশবাজি, পটকা ফুটানো, সর্বসাধারণের শ্রুতিগোচরে চিৎকার, গান-বাজনা, শালীনতা ও নৈতিকতাবিরোধী কোনো কিছু প্রদর্শন, বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ আজ বৃহস্পতিবার আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।