ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জেল হাজতে
-
আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সারেজুল ইসলাম (৪২) উপজেলার বেদদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, বাদি মো. আবু বক্কর সিদ্দিক রাব্বির (৩১) পরিবারে সারেজুল ইসলাম ম্যানেজার হিসেবে সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলাদি সংগ্রহ, বিক্রয়সহ যাবতীয় কার্যাদি পরিচালনা করে আসছিল। এই দায়িত্বকালে তিনি বাদির নিকট থেকে বিভিন্ন সময় ২৬ লক্ষ টাকা ধার হিসাবে গ্রহণ করে। সেই টাকা ফেরৎ চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। তার বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাত ও প্রতারণা মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম জানান, পার্বতীপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক রাব্বি নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা করে অর্থ আত্মসাত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন