২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:১৫:২১ পূর্বাহ্ন
শিবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৩
শিবগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল অতিক্রম করা নিয়ে বাগবিতন্ডার জেরে সিহাব আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার মহলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকার গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিহাব পার্শ্ববর্তী শেরপুর ভান্ডার গ্রামে বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এ সময় বাইসাইকেল অতিক্রম করা নিয়ে সেখানকার কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। পরে বিকেলে তারা সিহাবকে ফের শেরপুর ভান্ডার গ্রামের মহলদার পাড়া এলাকায় দেখতে পান। এ সময় তাকে পিটিয়ে হত্যা করে শেরপুর ভান্ডার গ্রামের কয়েকজন যুবক। নিহতের বড় ভাই সামাদ উদ্দিন জানান, সিহবা রাস্তা দিয়ে যাবার সময় সোহেল ও তার ভাই ইব্রাহিম এবং নাহিদ রাস্তায় ব্যারিকেড দিয়ে তার উপর হামলা চালায়। হামলায় মাথার অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে বিকেল চারটার দিকে নিহতের নামাজে জানাযা শেষে গঙ্গারামপুর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশের উপর নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলা তরুণ প্রজন্ম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুনাল মুখার্জীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ পৌর আওয়াামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত কুমার সাহা প্রমূখ। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশের উপর নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


শেয়ার করুন