পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে রায়হানা ক্লিনিকে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নওশাদ আলী।
উক্ত ক্যাম্পে ফ্রী চিকিৎসা প্রদান করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডাঃ সৈয়দ মোজাফ্ফর আহমেদ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক (ফিজিওলজি) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সরকারী রেজিষ্ট্রার (সার্জারী) ডাঃ মোঃ মাহামুদুল হাসান, দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান।
ফ্রী মেডিকেল ক্যাস্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রায়হানা ক্লিনিকের পরিচালক মকলেসুর রহমান রাজু।
এ সময় এলাকার অনেক রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহন করেন। উক্ত ক্যাম্পটি আজ মঙ্গলবার শুরু হয় আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।