২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৩৭:২৫ অপরাহ্ন
গাবতলীতে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৩
গাবতলীতে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ

রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আমান উল্লাহ আমান আটকের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির নেতা–কর্মীরা বিক্ষোভ করতে করতে আমিন বাজারের দিক যাওয়ার সময় আওয়ামী লীগের মঞ্চ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয়। পরে বিএনপি নেতা–কর্মীরা দৌড়ে গাবতলী-সদরঘাট সড়কের দিকে পালিয়ে যান। 


আজ শনিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 


গতকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। তাদের সমাবেশ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। বিএনপির কর্মসূচি ঘোষণা দেওয়ার পর রাতে আওয়ামী লীগ জানায় আজ ঢাকার বিভিন্ন পয়েন্টে তাদের নেতা–কর্মীরাও অবস্থান করবেন।


শেয়ার করুন