রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পূজা মন্ডপ পরিদর্শন করেন। শুক্রবার, শনিবার ও রোববার বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদেও সভাপতি রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে বাবু, চারঘাট উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাহুল কান্তি ঘোষ প্রমুখ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্গোৎসব উপলক্ষ্যে বাঘা ও চারঘাট উপজেলায় ৮৭টি মন্ডবে হিন্দু সম্প্রদায়ের মাঝে ৪ হাজার ৫৫০ পিচ শাড়ি ও ৫ হাজার ২৩৫ পিচ গেঞ্জি নারী-পুরুষের মাঝে উপহার বিতরণ করা হয়।