২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৪:০০ অপরাহ্ন
বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার মর্যাদা দেবে ভারত, মির্জা ফখরুলের আশা
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৩
বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার মর্যাদা দেবে ভারত, মির্জা ফখরুলের আশা

ভারতের অবস্থান বাংলাদেশের জনগণের চাওয়ার বিপরীতে যাবে না বলে প্রত্যাশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা নিশ্চয় এটা আশা করব, ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে। এই দেশে সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণে, সবার সদিচ্ছায় একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা (ভারত) পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।’ 


আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। 


বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে, তার সঙ্গে নয়াদিল্লি একমত নয় বলে ভারতের সংবাদমাধ্যমে খবর এসেছে। খবরে বলা হয়েছে, নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারও পক্ষেই সুখকর হবে না। 


এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা (খবর) যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক। এ জন্য যে, আজকে বাংলাদেশে যে সংকট, সেই সংকটের মূলে হচ্ছে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই। সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ, যারা গণতন্ত্রের কথা বলে সব সময়, তাদের কাছ থেকে এটা অপ্রত্যাশিত। যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে।’ 


বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের ওপর আস্থা রাখি, তাদের শক্তির ওপর আস্থা রাখি। আমি মনে করি, ভারত দেখবে বাংলাদেশের মানুষ কী চায়? বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা (ভারত) কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং এই অঞ্চলের মানুষের জন্যও সেটা শুভ হবে না।’


শেয়ার করুন