২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন
স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরছেন মুশফিক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২৩
স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরছেন মুশফিক

এশিয়া কাপে আগামীকাল সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ খেলে পারিবারিক কারণে আগামী পরশু দেশে ফিরবেন মুশফিকুর রহিম। দলীয় সূত্র জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরছেন তিনি।


বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, অল্প সময়ের (কয়েক দিন) জন্য আগামী পরশু দেশে ফিরে যাবেন মুশফিক। তবে দ্রুতই আবার শ্রীলঙ্কায় ফিরবেন তিনি। মুশফিকের বাবা মাহবুব হামিদ তারাও জানিয়েছেন, মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা।


কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ভারত ম্যাচের আগে চার দিন বিরতি আছে বাংলাদেশ দলের। এর আগেই আবার কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।


এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিক। শুরুতেই ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিবের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন মুশফিক। দলের সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসও খেলেছেন তিনি। সব মিলিয়ে চলতি এশিয়া কাপে তিন ম্যাচে এ পর্যন্ত তিন ম্যাচে করেছেন ১০২ রান।


শেয়ার করুন