২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:১৭:১৪ অপরাহ্ন
চাপে লড়ছেন তামিম-মাহমুদউল্লাহ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
চাপে লড়ছেন তামিম-মাহমুদউল্লাহ

কঠিন চাপেই পড়ে গেল বাংলাদেশ। ৭০ রানেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে ইশ সোধির ঘূর্ণিতেই নাকাল বাংলাদেশের ব্যাটাররা। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। 


তবে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছেন তামিম ইকবাল। ৪২ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর সঙ্গে ১৪ রানে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.৩ ওভারে ৪ উইকেটে ৮৮ রান। 


এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৫৪ রান করেছে নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের সৌজন্যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ৩৬ রানেই গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে সফরকারীদের ওপর এই চাপ বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেননি স্বাগতিক বোলাররা। 


হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল শুরুর সেই ধাক্কা সামলে নেন দারুণভাবে। শেষ পর্যন্ত মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯.২ ওভারে ২৫৪ রানে থামে কিউইদের ইনিংস।


শেয়ার করুন