২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩০:৩৫ অপরাহ্ন
গেমে আসক্তি থেকে মানসিক সমস্যা, সড়কে ২০ গাড়ি ভাঙল তরুণ
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৩
গেমে আসক্তি থেকে মানসিক সমস্যা, সড়কে ২০ গাড়ি ভাঙল তরুণ

নেত্রকোনার মোহনগঞ্জে মোবাইলে ফ্রি-ফায়ার গেমে আসক্তি থেকে মানসিক ভারসাম্য হারানো এক তরুণ সড়কে থাকা অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে। আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড়ে ভাঙচুরের এ ঘটে।


ওই তরুণের নাম হারেছ রাকিব (২০)। তিনি উপজেলার বাহাম গ্রামের ফজল হকের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিব নামের ওই তরুণ শহরের হাসপাতাল রোডের শৌখিন কমিউনিটি সেন্টারের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসে লাঠি দিয়ে আঘাত করে। পরে সড়ক দিয়ে এগিয়ে যেতে যেতে বসুন্ধরা মোড় পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশাসহ সামনে যে গাড়ি পড়েছে সবগুলোতে আঘাত করেছে। একপর্যায়ে বসুন্ধরা মোড়ে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ও মালিকেরা রাকিবকে আটক করে তাঁর দুই হাত বেঁধে রাখে।


খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে হাজির হয়। পরে মানসিক ভারসাম্যহীন রাকিবকে তাঁর বাবার হাতে বুঝিয়ে দিয়ে পুলিশ চলে যায়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী বিষয়টি সুরাহা করবেন বলে আশ্বাস দিলে ক্ষতিগ্রস্তরা রাকিবকে ছেড়ে দেয়। পরে রাকিবকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


শেয়ার করুন