২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৪:৪০ অপরাহ্ন
জালভোট ও কেন্দ্রে গোলযোগের অভিযোগে ছয়জনকে সাজা
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
জালভোট ও কেন্দ্রে গোলযোগের অভিযোগে ছয়জনকে সাজা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান, গোলযোগের চেষ্টার অভিযোগে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে ৩ থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, ছয়জনকে সাজা দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
 
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে সকাল সোয়া ১০ টায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।

শেয়ার করুন