০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০২:০৬:৫২ পূর্বাহ্ন
রাজশাহীতে কাল শুরু বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
রাজশাহীতে কাল শুরু বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প

রাজশাহীতে আগামীকাল ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে যাচ্ছে। এবারের ক্যাম্পের শিরোনাম সেকেন্ড বিএসসিএফ অ্যাস্ট্রোনমি ক্যাম্প-২৫।

রাজশাহী নভোথিয়েটারে রেজিস্ট্রেশন ও প্রাক-উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে এই ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক সমকাল। 

রাজশাহী বিভাগের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এবারের ক্যাম্পে অংশ নিচ্ছেন, যা তরুণদের জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটাক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ও সোশ্যাল ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, নভোথিয়েটারের উপ-পরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফ এর উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সামিন ইয়াসার সাদ।

ক্যাম্পের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিভিন্ন তত্ত্বীয় সেশন, গ্রুপ ওয়ার্কের পাশাপাশি বিশেষ সেশনে বক্তৃতা দেবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন। সকাল ১০টায় বিএসসিএফ এবং ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এর যৌথ আয়োজনে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পের শেষ দিন (১১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতা শুরু হবে। অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের ৭ম থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তৃতীয় দিন সকালে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।

এদিন বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা শীর্ষক প্যানেল ডিসকাশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তরুণ আন্দোলনকারী উমামা ফাতিমাসহ অন্যান্যরা। দিনব্যাপী বিভিন্ন সেশন, গ্রুপ ওয়ার্কের শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে।

বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, অ্যাস্ট্রোনমিকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসিসি নিবন্ধিত সংগঠন। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা অ্যাস্ট্রোনমিকে উৎসবমুখর করে তুলতে চাই।

শেয়ার করুন