২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:২৩:২৬ অপরাহ্ন
পাকিস্তানে এবার চা পানে লাগাম
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
পাকিস্তানে এবার চা পানে লাগাম

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলা হয়েছে। পাকিস্তানের বর্ষীয়ান মন্ত্রী আহসান ইকবাল এ আহ্বান জানান বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

দিনে কম কাপে চুমুক দিলে পাকিস্তানের উচ্চ আমদানি বিল কমে যাবে বলে জানিয়েছেন তিনি। 

বিবিসি জানায়, পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ  কম। দেশটিতে যে পরিমাণ আমদানি রয়েছে, তা দুই মাসের কম সময় চলবে।  তাই তহবিলের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। 

পাকিস্তান বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ। গত বছর  ছয়শ’ মিলিয়ন ডলারের বেশি মূল্যের চা কিনেছে দেশটি। 

এই অবস্থায় ইকবাল বলেন, আমি জনগণের কাছে চায়ের ব্যবহার এক থেকে দুই কাপ কমানোর জন্য আবেদন করছি। কারণ আমরা ঋণে চা আমদানি করি।

এ সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি দোকানপাট রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধের আহ্বান জানান তিনি। 

এদিকে, চা পান কমানোর অনুরোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ক্যাফিনযুক্ত এই পানীয় বাদ দিয়ে দেশের গুরুতর আর্থিক সমস্যার সমাধান করা যেতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে দেশটির সরকার। এছড়া, বিয়ের অতিথিদের শুধুমাত্র একটি খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছিল। 

শেয়ার করুন