২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৬:৫৮ অপরাহ্ন
রাজশাহী-১ আসনে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবুর মনোনয়ন জমা
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৩
রাজশাহী-১ আসনে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবুর মনোনয়ন জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী শামসুজ্জোহা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার বাবা আব্দুল লতিফ তার সঙ্গে ছিলেন। মনোনয়ন জমা দেয়ার পর শামসুজ্জোহা বাবু সাংবাদিকদের বলেন, আমি এই মাটিতেই বেড়ে উঠেছি। আমি ছোট বেলা থেকেই এখানকার মানুষের পাশে আছি। মানুষের বিপদে আপদে সবার পাশে থাকার মাধ্যমেই সাধারণ মানুষের মাঝে আমার পরিচিতি। অগনিত মানুষের ভালোবাসায় আমি সিক্ত।


তাদের প্রত্যাশারই অংশ হিসেবে আমি আজ রাজনীতির সাথে জড়িত। বিএনএম আমাকে মনোনয়ন দিয়ে মানুষের পাশে থাকার জন্য প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরী করে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গত কয়েক দিনে আমি মানুষের যে আবেগ দেখেছি, তাদের কাছ থেকে যে পরামর্শ পাচ্ছি তাতে আমি ভালো ফলাফলের বিষয়ে আশাবাদি।


আমি বিশ্বাস করি নোঙ্গর প্রতীক খুব শীঘ্রই গোদাগাড়ী-তানোরে ব্যাপকভাবে সাড়া ফেলবে। এদিকে, বিকেলে শামসুজ্জোহা বাবু তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।


শেয়ার করুন