২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:০০:২৬ পূর্বাহ্ন
বাবরকে অধিনায়কত্বে ফেরাতে চান পিসিবির নতুন চেয়ারম্যান
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৪
বাবরকে অধিনায়কত্বে ফেরাতে চান পিসিবির নতুন চেয়ারম্যান

গত বছরের নভেম্বরে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারানোর শঙ্কায় নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। 


বাবর আজমের অবর্তমানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয় শান মাসুদকে। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদিকে। 


নেতৃত্ব ছাড়ার তিন মাস না যেতেই ফের অধিনায়কত্বে ফিরতে পারেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই এমন আভাস দিয়েছেন মহসিন নাকভি। 


পাকিস্তান অবজারভার, সামা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন। এমন খবরের উৎস হিসেবে পিসিবির অভ্যন্তরীণ সূত্রের কথা বলা হয়েছে।


২৯ বছর বয়সি বাবর পাকিস্তানের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক হন ২০১৯ সালে। পরের বছর দায়িত্ব পান টেস্টেও।


গতকাল মঙ্গলবার পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নাকভি, যিনি পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ভোটে নির্বাচিত বিধায় নাকভি পিসিবিপ্রধানের দায়িত্বে থাকবেন তিন বছর। আর এ কারণে অধিনায়কত্বে বাবরকে ফেরানোর বিষয়টি ভাবছেন তিনি।


শেয়ার করুন