২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৪৮:৪৪ অপরাহ্ন
নিত্যপণ্যের দাম নিয়ে সরকার মশকরা করছে: নজরুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৪
নিত্যপণ্যের দাম নিয়ে সরকার মশকরা করছে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ধৈর্য্যরে সীমা অতিক্রম করেছে। সরকারের জবাবদিহিতা নেই। এজন্য ক্ষমতাসীন দলের নেতারা নির্বোধের মতো বক্তব্য দিচ্ছেন। ডিম, খেজুর, বরই, পেঁয়াজ নিয়ে কথা বলছেন। নিত্যপণ্যের দাম নিয়ে জনগণের সঙ্গে মশকরা করছে তারা। শনিবার বিকালে ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 


নজরুল ইসলাম বলেন, প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। সরকার নিম্ন আয়ের মানুষের তরমুজ খাওয়াও নিশ্চিত করতে পারছে না। সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের। জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিত। যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে জনগণ তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের এ আন্দোলনে বিজয় আসবেই।


বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। কঠিন অবস্থায় মানুষ আজ জীবন অতিবাহিত করছে। দুঃখ লাগে স্বাধীনতার ৫০ বছর পর আজও আমাদের ভোট ও ভাতের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে। 


ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন