রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ারা সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে রোববার সকালে এ অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আরডিএ সাধারণ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ। উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন অত্র স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। মহড়ায় আরো উপস্থিত ছিলেন আরডিএ কর্তৃক পূনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ ফরিদ মাদুদ হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসানসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ। মহড়ায় অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক বিভিন্ন বিষয় দেখানো হয়।