২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:১৪:২৫ অপরাহ্ন
নগরীতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৪
নগরীতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 রাজশাহী নগরীর কাঠালবড়িয়ার মোড়ে অভিযান চালিয়ে দুই বছর কারাদণ্ড এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর  কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গতকাল মনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামি ইমরান ওরফে নয়ন। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুরের মৃত বরজাহানের ছেলে।


নগর পুলিশ জানায়-  ইমরানের বিরুদ্ধে  কাশিয়াডাঙ্গা থানায় মাদক মামলায় দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। গতকাল শনিবার দুপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,  ইমরান কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থান  করছে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার একটি দল  অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মকলেসুর রহমান গত ২০১৯ সালের ৫ এপ্রিল রাত সোয়া ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর থেকে আসামি মো: ইমরানকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এসআই মো: মকলেসুর রহমান আসামি ইমরানের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: আল এমরান আসামি ইমরানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।


আদালত বিচার শেষে এক রায়ে আসামি ইমরানকে এ সাজা প্রদান করেন।


শেয়ার করুন