০৭ জুলাই ২০২৪, রবিবার, ০৯:০১:৩৪ অপরাহ্ন
রাসেলস ভাইপারের কামড়ের পর সাপসহ হাসপাতালে কৃষক
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৪
রাসেলস ভাইপারের কামড়ের পর সাপসহ হাসপাতালে কৃষক

পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তোলার সময় মধু বিশ্বাস (৫০) নামের কৃষককে রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছে। আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধু বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

শুক্রবার সকালে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে তিনি সাপের কামড়ের শিকার হন।

কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মায় নদীর চরে বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকারে পাশে থাকা কয়েকজন কৃষক ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলেন। পরে তারা সাপসহ আমাকে পাংশা হাসপাতালে নিয়ে যান।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত ওই কৃষককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন