২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩২:৪৬ অপরাহ্ন
‘কমপ্লিট শাটডাউনে’ দেশজুড়ে সংঘর্ষ, নিহত ১২
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৪
‘কমপ্লিট শাটডাউনে’ দেশজুড়ে সংঘর্ষ, নিহত ১২

সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। এরই মধ্যে শুধু ঢাকায় ১০ জন ও মাদারীপুর ও নরসিংদীতে একজন করে নিহতের খবর পাওয়া গেছে। 


আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। 


রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে সংঘর্ষে ৬ জন, মোহাম্মদপুরে একজন, বাড্ডায় একজন, সাভারে একজন একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েক শ আহত হয়েছেন। 


কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য এটিসি শামীম বলেন, ‘পুলিশ-ছাত্রদের সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের লাশ কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে রয়েছে।’ 


শেয়ার করুন