২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৭:৩২ অপরাহ্ন
‘বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ’
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৪
‘বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ’

সাম্প্রতিক গ্রেফতার প্রসঙ্গে সংবাদের প্রথম পাতার খবর, ‘বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ’।
প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় কয়েক হাজার আসামি করা হয়েছে। মামলায় বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ এখন পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগ।
গ্রেপ্তারদের বেশিরভাগই জামায়াত-বিএনপির নেতাকর্মী। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে।
ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
এদিকে গত এক সপ্তাহের সহিংসতায় সারা দেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা তিনজন, আহতের সংখ্যা এক হাজার ১১৭ জন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন