২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:৩৮:০২ পূর্বাহ্ন
সংকটে ডলার ব্যয় হচ্ছে কোটা আন্দোলনের বিরুদ্ধে ফেসবুক প্রচারণায়
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৪
সংকটে ডলার ব্যয় হচ্ছে কোটা আন্দোলনের বিরুদ্ধে ফেসবুক প্রচারণায়

বহুদিন ধরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ডলার ব্যয়ে সরকারি দপ্তর থেকে শুরু করে সব পর্যায়েই মিতব্যয়ী হওয়ার কথা বলেছে অর্থমন্ত্রণালয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফরমুলা অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। কিন্তু থেমে রাজনৈতিক প্রচার-অপপ্রচার ও গুজবের পেছনে ব্যয়ের। ডলার ব্যয়ের যেন এক মহোৎসব চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ফেসবুক ‘অ্যাড লাইব্রেরি’ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ‘রূপগঞ্জের কথা’, ‘ভালোর পথে’, ‘সফল বাংলাদেশ’, ‘আমার নেত্রী আমার অহংকার’, ‘প্রজন্মের আওয়াজ’, ‘আহ্বান’, ‘নৌকা মানেই’, ‘বিডি পিপল ভয়েস’-এর মতো কয়েকটি পেজ থেকে সম্প্রতি মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। 

সর্বশেষ ৯০ দিনের ব্যয়ের হিসেবে ‘রূপগঞ্জের কথা’, ‘প্রজন্মের আওয়াজ’, ‘পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড’, ‘জুনাইদ আহমেদ পলক’, ‘ডেইলি নিউজ’ প্রথম সারির তালিকায় ছিল। তবে সাম্প্রতিক সময়ের ব্যয়ে ‘আহ্বান’, ‘আমরাই বাংলাদেশ’, ‘ভালোর পথে’, ‘দুশমন’, ‘আমার দেশ আমার অহংকার’, ‘আবার দশ ট্রাক’, ‘বিডিনিউজ ইনসাইডার’-এর মতো কিছু পেজে বিজ্ঞাপন ব্যয় বেড়ে গেছে। এসব পেজ ঘুরে দেখা যায়, কোটাবিরোধী আন্দোলন ঘিরে নানা পোস্ট দেয়া হচ্ছে। এসব পোস্টকে আবার বুস্টও করা হচ্ছে। 

এদিকে দেশের রাজনৈতিক দলগুলোও ফেসবুক বিজ্ঞাপনে নজর বাড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি), বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ মিডিয়া সেল ইত্যাদি পেজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে দলগুলো।  

শেয়ার করুন