২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৬:৫৭ অপরাহ্ন
শিগগিরই বিচারক নিয়োগ সুপ্রিমকোর্টে
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৪
শিগগিরই বিচারক নিয়োগ সুপ্রিমকোর্টে

সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শিগগিরই কিছু বিচারক নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে আপিল বিভাগে এ নিয়োগ সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রমতে, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় বিচারপতি শনিবার পদত্যাগ করায় আপিল বিভাগে বিচারক সংকট দেখা দিয়েছে। ফলে বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে এ শূন্যতা পূরণ করতে ত্বরিত সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

এদিকে আপিল বিভাগে নিয়োগের পরপরই হাইকোর্ট বিভাগেও বেশকিছু বিচারক নিয়োগ দেওয়া হবে। কারণ আপিল বিভাগে নিয়োগের পর হাইকোর্ট বিভাগে বিচারক সংকট আরও বাড়বে। বর্তমানে আপিল বিভাগে ২ জন এবং হাইকোর্ট বিভাগে ৮১ জন বিচারপতি রয়েছেন।

শেয়ার করুন