০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৫১:৪১ অপরাহ্ন
কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৪ জুলাই) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।




তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

শেয়ার করুন