০২ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:২৭:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
রাজশাহীতে বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ২৮ অক্টোবর সোমবার রাজশাহীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদকদ্রব্যসহ এবং বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন রয়েছেন।


বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, শাহ মখদুম থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন এবং কর্ণহার থানা ৪ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।


 অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৫ জনের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন এবং ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


 গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই ধারাবাহিক অভিযান অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নগরবাসীকে সুরক্ষা দিতে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শেয়ার করুন