৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০১:২২:৪৩ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় গাজায় ১৪৩ জন, লেবাননে ৭৭ জনেরও বেশি নিহত
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
ইসরায়েলি হামলায় গাজায় ১৪৩ জন, লেবাননে ৭৭ জনেরও বেশি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননের সিডন শহরে একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ হামলা করা হয়।  


হাসপাতাল ও চিকিৎসক বরাতে আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এর মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। আর দক্ষিণ লেবাননে সিডন শহরের কাছে সারাফান্দ এবং হারেত সাইদায় এলাকায় ৭৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে।


এদিকে ইসরায়েলের মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে কমপক্ষে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।


২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৪৩ হাজার ৬১ জন নিহত হয়েছেন। এক লাখ এক হাজার ২২৩ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ৩৯ জন নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি বন্দি হয়েছে। অপরদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ৭৮৭ জন নিহত এবং ১২ হাজার ৭৭২ জন আহত হয়েছেন।


শেয়ার করুন