রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
বোয়ালিয়া মডেল থানার পুলিশ ৩ জন, রাজপাড়া থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন এবং ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
অভিযানে আটককৃতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তাদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বাকি ৭ জনকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর এলাকায় অপরাধ দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।