শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (বিটিসি) ৭৬,০০০ ডলার ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ রেটে পৌঁছেছে। এর আগে এই বিটকয়েন সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল।
বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরে হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে যায়।
ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে এই কারেন্সি মার্কেটে প্রকাশ করেছিলেন।
কয়েন মেট্রিক্স অনুসারে, গতকাল বুধবার ফ্ল্যাগশিপ এই ক্রিপ্টোকারেন্সির দাম সর্বশেষ ৭৬ হাজার ৪৯৩.৮৬ ডলারে পৌঁছে।
ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে এই কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।