২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৬:১৫ অপরাহ্ন
উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৪
উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভির। 


প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) গতকাল আগুন লাগে। চিকিৎসক ও মেডিকেল কর্মীরা জানালা ভেঙে বেশিরভাগ রোগীকে বের করে এনেছেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 


ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার বলেছেন, ওয়ার্ডে স্টাফরা থাকা অবস্থায় গতকাল রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে আগুন লাগে। ৩৭টি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শিশু ওয়ার্ডের দু'টি ইউনিটের একটিতে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে আমরা একটি কমিটি গঠন করেছি।  


উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও মেডিকেল এডুকেশন মন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, এনআইসিইউ'তে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৪ জন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। 


হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর ১০ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 


প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন