ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের। তবে এর মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, লেবাননের দক্ষিণে রাব এল-থালাথিন গ্রামে শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিয়ার জেলার মাজদাল জৌন শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে।
এ ছাড়া সিদন জেলার বেইসারিয়া শহরের তিবনাহ এলাকায় দুইটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে অন্তত একজন আহত হয়েছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সিদনে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে হিজবুল্লাহর রকেট লঞ্চার ছিল।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত তিন হাজার ৯৬১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৬ হাজারের বেশি। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।
এক বছর ধরে চলা যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে।