০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:০৪:১৩ পূর্বাহ্ন
রাজশাহীতে রেলওয়ে রার্নিং স্টাফগনের বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৪
রাজশাহীতে রেলওয়ে রার্নিং স্টাফগনের বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল

 রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন এএলএম দের নিয়োগপত্রের ১২  ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবীতে  বিক্ষোভ মিছিল। 


মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায়  বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 



 এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে টিটিই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ওয়ালি উল্লাহ (বাবু), বাংলাদেশ রেলওয়ে রানিং ষ্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহীর সাঃ সম্পাদক মোঃ শামীম আকতার, এমপ্লয়িজলীগ রাজশাহী শাখার সম্পাদক  মো: মনিরুল ইসলাম,  রানিং স্টাফ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। 


এ সময় তারা স্টেশন চত্বরে তাদের দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন । বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় ।


শেয়ার করুন