বুধবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। এ সময় এক ভ্যানচালক আহত হন।
নিহত মাজেদা বেগম (৪০) রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মিয়া।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে পালিয়ে যান চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি।
এ বিষয়ে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া গতির বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। এ সময় ভ্যানচালক আহত হন। নিহতের স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।