২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০১:১৭ পূর্বাহ্ন
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৪
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ হলে হলে প্রদক্ষিণ করছে। 


বিক্ষোভে অংশ নিয়ে ‘তুমি কে আমি কে, মেধাবী মেধাবী; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক; জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।


আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি বলে এটা শুধু রাবির জন্য নয়, এই আন্দোলন সারাদেশের পোষ্য কোটার বিরুদ্ধে। 


এর আগে রাবিতে পোষ্য কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকে (শনিবার) পর্যন্ত আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলনে নামেন তারা।

শেয়ার করুন