২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০১:৫৭:০৬ পূর্বাহ্ন
রাণীশংকৈলে বিজয় দিবসে সাংবাদিকদের বয়কট
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৪
রাণীশংকৈলে বিজয় দিবসে সাংবাদিকদের বয়কট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে প্রদর্শনী চলাকালে সাংবাদিকদের প্রতি প্রশাসনিক অবহেলার অভিযোগ উঠে। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য নির্ধারিত বসার স্থান না থাকা এবং ছবি তোলায় বাধা দেওয়া নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়।


সাংবাদিকরা অভিযোগ করেন, ছবি তুলতে গেলে কিছু লোক তাদের সরিয়ে দেয় এবং তথ্য সংগ্রহে বিঘ্ন ঘটায়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, "সাংবাদিকদের বসার জায়গা রাখা হয়েছিল, কিন্তু জনসমাগমে সেটি দখল হয়ে গেছে। চেষ্টা করছি সমাধান করার।"


তবে সমস্যার দ্রুত সমাধান না হওয়ায় সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন এবং স্থান ত্যাগ করেন। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউএনও রকিবুল হাসান জানান, "সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এখন তারা আসতে পারেন।" তবে সাংবাদিকরা আর অনুষ্ঠানে ফেরেননি।


এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, "বিষয়টি খুবই দুঃখজনক। আমি দু-এক দিনের মধ্যে রাণীশংকৈল সফর করে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখব।" একই সঙ্গে তিনি সাংবাদিকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।


সাংবাদিকদের এ বয়কটের ঘটনা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, যা প্রশাসনের ভূমিকার ওপর প্রশ্ন তুলেছে।

শেয়ার করুন